এস কে সিনহার সম্পদ জব্দে চিঠি পাঠাবে দুদক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২০ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সম্পদ জব্দে আমেরিকার অ্যাটর্নি জেনারেল অফিসকে চিঠি পাঠাবে দুদক।
বুধবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদক সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।
দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ঢাকার বিশেষ আদালত-৪ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ফারমার্স ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে ৪ কোটি টাকার ভুয়া ঋণ সৃষ্টি করে। পরে ওই অর্থ পে-অর্ডারের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর ও মানিলন্ডারিং করার কারণে ঢাকার বিশেষ আদালত-৪ এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে ১১ বছরের সাজা ও অর্থদণ্ড এবং এস কে সিনহার আমেরিকার বাড়ি ক্রোকের আদেশ দিয়েছে।
ব্রিফিংয়ে দুদক সচিব মাহবুব হোসেন আরও বলেন, এস কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে আমেরিকার প্যাটারসন এলাকায় ২০১৮ সালের ১২ জুন ২ লাখ ৮০ হাজার ডলার ক্যাশ দিয়ে তিনতলা বিশিষ্ট একটি বাড়ি কেনেন। বাড়ি কেনার অর্থ ইন্দোনেশিয়া এবং কানাডার রয় এ গ্রুপের কাছ থেকে পাওয়া, যা প্রকৃতপক্ষে একটি অস্তিত্বহীন সেল কোম্পানি। অনন্ত কুমার সিনহা ১ লাখ ৫৭ হাজার ৯০ ডলারের ক্যাশিয়ার চেক সংগ্রহের জন্য তার বড় ভাই এস কে সিনহাকে নিয়ে আমেরিকার ড্যালি ন্যাশনাল ব্যাংকে আসেন।