ভক্তদের চমকে দিলেন নিপুণ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬:১০ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৩


ভক্তদের চমকে দিলেন নিপুণ
নিপুণ

মধ্যরাতে ভক্তদের একেবারে চমকে  দিলেন ঢালিউডের সিনেমার আলোচিত নাম নিপুণ আক্তার। হাজির হলেন নতুন চেহারায়, যা দেখে রীতিমতো ধাক্কা লেগেছে নেট জনতার মনে।


মঙ্গলবার (১৪ মার্চ)দিবাগত রাতে অভিনেত্রী নিপুণ নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ যে রূপে ধরা দিয়েছেন তা ইতিপূর্বে দেখা যায়নি। 


এই ছবিতে স্পষ্ট হয়েছে বক্ষবিভাজিকা। নেটিজেনদের অনেকেই প্রশংসা করছেন। অনেকেই জানাচ্ছেন মিশ্রপ্রতিক্রিয়া। 


ছবিটিতে চিত্রনায়ক ওমর সানী যেনো অবাকই হয়েছেন।। তিনি লিখেছেন, ‘বুঝলাম না।’ ওমর সানী কী বোঝেন নাই সেটা নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন।


নেটিজেনদের মন্তব্যেই স্পষ্ট যে নিপুণকে এই লুকে অনেক ইয়াং লাগছে। একজন লিখেছেন, ‘এখনো মনে হয় ১৫ বছরের কিশোরী।’ 


রনি নামের একজন কমেন্ট করলেন, ‘রূপের বর্ণনা করলে আমি শূন্য। যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে আমি পরিপূর্ণ।’


এর আগে অভিনেত্রী নিপুণ গত বছর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে আলোচনায় আসেন।