আনুষ্ঠানিকভাবে ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৩


আনুষ্ঠানিকভাবে ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ
ছবি: সংগৃহীত

সরকারিভাবে পেঁয়াজ আমদানির অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় দেশি পেঁয়াজের দাম পাবেন বলে আশা করছেন দেশের চাষীরা।


বাজার ঘুরে দেখা গেছে ভারতীয় পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮ টাকা। অন্যদিকে, দেশি পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৩০ টাকা। 


ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, বুধবার ছিল ভারতীয় পেঁয়াজ আমদানির শেষ দিন।


আমদানির অনুমতিপত্রের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুনরায় অনুমোদন না-দেয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির সুযোগ নেই।


সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ জামালউদ্দীন জানান, সাতক্ষীরা জেলার সাত উপজেলায় এবার ৬৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এখন পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে।