চলচ্চিত্র পরিচালক বশির আহমদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৬:০৭ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৩


চলচ্চিত্র পরিচালক বশির আহমদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
চলচ্চিত্র পরিচালক বশির আহমদ হাসপাতালে ভর্তি

একুশে টিভি ও বৈশাখী টিভির সাবেক প্রযোজক, উপন্যাসিক ও চলচ্চিত্র পরিচালক বশির আহমদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


লিভার সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে তার বন্ধু ডা. শাহ আলমের তত্ত্বাবধানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 


পরিবারের কাছে খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার মিটফোর্ড হাসপাতালে EVL (Endoscopic Variceal Ligation) সফল ভাবে সম্পন্ন হয়েছে।


আগামী শনিবার (১৮ মার্চ) আরো একটি সার্জারি হবার কথা রয়েছে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেছেন।