টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ আগুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৩
টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ কাজ করছে দমকলের ৩টি ইউনিট।
রবিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, স্টুডিওর একাংশ দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, স্টুডিওর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কিত এলাকাবাসী।
দমকল বাহিনী বলছে, কীভাবে আগুন লেগেছে স্টুডিয়োটিতে তা এখনো জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের খবর নেই। ক্ষতির পরিমাণও জানা যায়নি।