‘পদাতিক’ সিনেমার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে: চঞ্চল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৩
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজেদের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। ভিন্ন ভিন্ন চরিত্রে সাবলীলভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করে নজর কেড়েছেন সিনেমাপ্রেমীদের।
বর্তমান সময়ে ‘পদাতিক’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন চঞ্চল। এটি ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করছেন। উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে করে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
ইতোমধ্যেই সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হয়েছে। সম্প্রতি ছবির নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।
চঞ্চল জানান, দীর্ঘদিন এই কাজটির জন্য প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। এ ছাড়া ভাষাগত সমস্যা ফেস করতে হয়েছে শুটিংয়ে। কারণ, মৃণাল সেন বাংলা ইংরেজি হিন্দিসহ সব ভাষাতেই কথা বলতেন। তাই চরিত্রটি ধারণ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। আর যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কোনো কমতি থাকে না। তাই পদাতিকেও তার ব্যতিক্রম হচ্ছে না।
কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, সৃজিত মুখার্জি ইতোমধ্যে তার বিভিন্ন কাজে তার দক্ষতার ও প্রতিভার প্রমাণ দিয়েছেন। এর আগে আমাকে নিয়ে একটি কাজ করতে চেয়েছিলেন তিনি। তবে সেটি আর করা হয়নি। এবার সৃজিত গবেষণা ও ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি বানাচ্ছেন। আমার মনে হয়, এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো একটি কাজ হবে।