দেশে ফিরলেন মাহির স্বামী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ২০শে মার্চ ২০২৩


দেশে ফিরলেন মাহির স্বামী
স্বামীকে ফুল দিয়ে বরণ করছেন মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন নায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) সকালে   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  মাহি গ্রেফতার করা হয়। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার একসঙ্গে দেশে ফেরার কথা থাকলে তিনি ফেরেননি। তবে আজ দেশে ফিরেছেন তিনি।


রবিবার (১৯ মার্চ) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রকিব সরকার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার স্ত্রী মাহি। সেখান থেকে ঢাকায় তার বাসভবনে চলে যান।


দেশে ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন রকিব সরকার। তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করবো। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।


এদিকে, আজ রবিবার মাহিয়া মাহি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লেখেন, 'আলহামদুলিল্লাহ্‌। ' এরপর কয়েকটি ভালোবাসার ইমোজিও জুড়ে দেন মাহি।


মাহির ফেসবুক পোস্টের ছবিতে দেখা গেছে, বোরকা পরে গাড়িতে বসে ফুল দিয়ে তার স্বামী রকিব সরকারকে স্বাগত জানাচ্ছেন। যদিও রকিব সরকারের দেশে ফেরা নিয়ে কোনো কথা বলেননি তিনি।