কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪ এএম, ২০শে মার্চ ২০২৩

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মুন্না শেখ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (১৯ মার্চ) চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দর্শনা ওয়েব ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত মুন্না শেখ চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ লাল্টু শেখের ছেলে। ব্যবসার সুবিধার্থে তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় শ্বশুর বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্না শেখ নিজের প্রাইভেটকার চালিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে আনোয়ারপুর হঠাৎপাড়ার দর্শনা ওয়েব ট্রেনিং সেন্টারের সামনে পৌঁছালে গাড়ির সামনে একটি কুকুর চলে আসে। কুকরটিকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক করলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মুন্না শেখকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাচ্ছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কুকুরটির মৃত্যু হয়। আহত অবস্থায় স্থানীয়রা মুন্নাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।