Logo

মহম্মদপুরে ঘৌড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৩, ১৩:৪৮
12Shares
মহম্মদপুরে ঘৌড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

মৃৎশিল্পিদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টলসহ মিষ্টির দোকান বসে এই মেলায় এলাকায় মেলার আনন্দ উৎসব চলে সপ্তাহ ব্যাপি

বিজ্ঞাপন

মাগুরার মহম্মদপুরে ১৫তম বার্ষিক ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দু’চোখ ভরে উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি পেশার হাজারো নারী পুরুষ জমায়েত হতে থাকে উপজেলা সদরের কাতলা সুরের মাঠে। 

প্রতি বছর চৈত্র মসের প্রথম সপ্তাহে বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের উপর বসে এই গ্রামীণ মেলা এবং বেলা সাড়ে তিনটার সময় কাতলা সুরের মাঠের মধ্যে শুরু হয় কাঙ্খিত সেই ঘৌড়দৌড় প্রতিযোগিতা।  

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা মো. আয়েনউদ্দিন ফকিরের সভাপতিত্বে বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথির বক্তব্য দেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বার্ষিক এই মেলাকে ঘিরে এলাকার প্রায় ২০টি গ্রামের সকল বয়সের মানুষ মেতে ওঠে উৎসব আমেজে। মৃৎশিল্পিদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টলসহ মিষ্টির দোকান বসে এই মেলায়। এলাকায় মেলার আনন্দ উৎসব চলে সপ্তাহ ব্যাপি। জামাই মেয়ে ও আত্মীয় স্বজনে ভরে যায় এলাকার প্রতিটি বাড়ী।

মেলার দিন দুপুর থেকে কাতলা সুরের মাঠ ও বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের উপর এলাকার শিশু-কিশোর, ছেলে-বুড়ো, নারীসহ দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণিপেশার মানুষ এক কাতারে সামিল হয় দুচোখ ভরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখবে বলে।  

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন এলাকা থেকে ২২ টি ঘোড়া অংশ নেয় এই প্রতিযোগিতায়। ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগমুহুর্তে ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যাস্ত থাকে ঘোড়ার মালিক পক্ষ। এরপর শুরু হয় কাঙ্খিত সেই ঘোড়দৌড় প্রতিযোগিতা। কিন্তু  চৈত্রের আকাশে মেঘের ঘনঘটা আর গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠে হাজারো দর্শক।    

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD