ডিজে অক্ষয় কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৩
নিজ বাড়ি থেকে অক্ষয় কুমার ওরফে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাতে ওড়িশার ভুবনেশ্বরের নিজের বাড়িতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
ওড়িশা টিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার রাতে প্রবল ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেন ডিজে অ্যাজেক্স। পরে অনেক ডাকাডাকির পরও সাড়াশব্দ মেলেনি। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তার দেহ।
দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের মরদেহ ক্যাপিটাল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অ্যাজেক্স। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট না আসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ।
এটা আত্মহত্যা নয়, হত্যা বলে দাবি করেছে ডিজে অ্যাজেক্সের পরিবার। অ্যাজেক্সের কাকা ভোলানাথ মোহরনা ওড়িশা টিভিকে জানান, ‘শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা জানতে পারি। পরে বাড়ির লোকেরা অক্ষয়কে হাসপাতালে নিয়ে যায়। একটি মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল। ওই মেয়ে এবং তার আরেক বন্ধু এ ঘটনার সঙ্গে জড়িত।’
পুলিশের দৃষ্টি আকর্ষণ করে ভোলানাথ জানান, ‘অক্ষয়ের মুঠোফোনে সবকিছু রয়েছে, এটি পুলিশের যাচাই করা উচিত।’