আমির খানের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন অস্কারজয়ী মিশেল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


আমির খানের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন অস্কারজয়ী মিশেল
আমির খান - মিশেল ইয়ো

এবারের  ৯৫তম অস্কারে প্রথম এশিয়ান হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মিশেল ইয়ো। তবে অনেকেই জানেন না যে, বলিউডের আমির খানের ভীষণ ভক্ত এই অভিনেত্রী! এমনকি অভিনেতার সঙ্গে সিনেমা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন মিশেল।


খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়াকে এক সাক্ষাৎকারে মিশেল ইয়ো জানিয়েছেন, অতীতে তিনি ও আমির খান একটি এনজিও'র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছিলেন। কিন্তু কখনো একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি।


সাক্ষাৎকারে মিশেল বলেছিলেন,  'আমি তার কাজের একজন বড় ভক্ত… তিনি রসিক, স্মার্ট। এবং আমি আশা করি শীঘ্রই তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হবে। শুনতে পাচ্ছেন কী বলছি, আমির খান?'


সাক্ষাৎকারগ্রহীতা ইয়োকে জিজ্ঞেস করেন তিনি আমিরের থ্রি ইডিয়টস দেখেছেন কি-না। ওই সময় ব্লকবাস্টার ছিল সিনেমাটি। মিশেল ইয়ো জানান 'অবশ্যই, আমার তো মনে হয় না এ ছবি দেখেনি এমন কেউ নেই! খুবই মনোমুগ্ধকর, স্মার্ট আর মজার ছিল সিনেমাটি।'


আমির খানকে সর্বশেষ লাল সিং চাড্ডা সিনেমায় দেখা গিয়েছে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। বর্তমানে শোনা যাচ্ছে, আমির খান আপাতত চিত্রনাট্য পড়ছেন আর বড় পর্দায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।