রমজানে নতুন সময়ে চলবে বীমা অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৪ এএম, ২১শে মার্চ ২০২৩


রমজানে নতুন সময়ে চলবে বীমা অফিস
ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসে বীমা কোম্পানিগুলোর অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।


ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সব বীমা করপোরেশন এবং বীমা কোম্পানির জন্য এই অফিস সূচি নির্ধারণ করে।


এ বিষয়ে বিমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। জোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। রবিবার থেকে বৃহস্পতিবার খোলা থাকবে অফিস।


এর আগে, গেল ১৩ মার্চ রমজান মাসের জন্য সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসসূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। যোহর নামাজের জন্য রিরতি রাখা হয়েছে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।