সানির ‘বেকার ছেলে’
সাইফুল বারী
প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩
কবি হিসেবেই বেশ পরিচিত থাকলেও নিয়মিত গান লিখে যাচ্ছেন শাহআলম সানি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তার লেখা একটি গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘বেকার ছেলে’।
গানটি গেয়েছেন গায়ক ও সংগীত পরিচালক শামীম আশিক। এছাড়াও এটির সুর ও সংগীতায়োজন করেছেন এ গায়ক নিজেই। গানটি রিলিজ করেছে ‘শামীম আশিক’ ইউটিউব চ্যানেল।
গান প্রসঙ্গে সানি বলেন, ‘নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই গানটি লিখেছি। আশা করি, সবার কাছে ভালো লাগবে। সামনে আরও ভালো কথার গান উপহার দিতে চাই।’
প্রসঙ্গত, শাহআলম সানি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তার লেখা গানে এ পর্যন্ত কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান, রুবেল রহমান, মাসুদ টুটুল, এডি শহীদ, জিয়াসহ আরো অনেকে কণ্ঠশিল্পী।