চুয়াডাঙ্গা জেলায় তৃয়ীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন লুৎফুল কবির


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৯ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩


চুয়াডাঙ্গা জেলায় তৃয়ীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন লুৎফুল কবির
তৃয়ীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন লুৎফুল কবির

চুয়াডাঙ্গা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম লুৎফুল কবির।


সোমবার (২০ মার্চ) সকাল ১০ টার সময় জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে লুৎফুল কবীর নির্বাচিত হয়।


তার হাতে সন্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আবদুল্লা  আল-মামুন। এনিয়ে তৃতীয়বার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মো. মুন্না বিশ্বাস, (দামুড়হুদা সার্কেল), আলমগীর কবীর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার বৃন্দ। 


পুরস্কার প্রাপ্তিতে ওসি লুৎফুল কবীর বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম। 


তিনি আরও বলেন, জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা দর্শনা থানাধীন  নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করি।


ওসি লুৎফুল বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। এসময় থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


প্রসঙ্গত, গত ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর মাসে দর্শনা থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় সুনাম অর্জন করেন তিনি।