না ফেরার দেশে পাড়ি জমালেন হ্যারি পটারের ‘গবলিন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:০৭ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে উত্তর লন্ডনের কিংস ক্রস স্টেশনের বাইরে অভিনেতাকে দেখা যায়। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এ অভিনেতা। রবিবার (১৯ মার্চ) লাইফ সাপোর্ট থেকে সরানো হয় পলকে।
সোমবার (২০ মার্চ) ভোর ৩.৪৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। এই হলিউড অভিনেতার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান তার মেয়ে সোফি জেইন গ্র্যান্ট।
‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পল গ্র্যান্ট। সিনেমাটিতে গবলিনের চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া অভিনয় করেছেন ‘স্টার ওয়ার্স’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতেও। ‘স্টার ওয়ার্স : রিটার্ন অব দ্য জেডাই’ সিনেমায় ইয়োক চরিত্রে অভিনয় করেও ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি।
টম ক্রুজের মতো তারকাদের সঙ্গে ‘লেজেন্ড’ সিনেমায় এবং কিংবদন্তি তারকা ডেভিড বোয়ির সঙ্গে ‘ল্যাবরিন্থ’ সিনেমায়ও অভিনয় করে দর্শকদের কাছে প্রিয় নাম হয়ে ওঠেন পল গ্র্যান্ট।
জেবি/এসবি