ছেলে বীরের জন্মদিনে যা বললেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টা ৫১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে বীরের সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন শাকিব। ছবিতে দেখা যায় তারকা বাবার কোলে বসে ডিজিটাল ডিভাইস হাতে বসে আছেন বীর।
শাকিব ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন বাবা।’ এর পরই একটি লাল রঙের হৃদয়ের ইমোটিকন জুড়ে দিয়েছেন অভিনেতা।
ঢাকাই ছবির শীর্ষ এ নায়কের পোস্টে মাত্র এক ঘণ্টার ব্যবধানে রিঅ্যাকশন পড়েছে পঞ্চাশ হাজারেরও বেশি। এছাড়া মন্তব্যের ঘরে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকা ও তার ছোট ছেলেকে।