প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
তথ্য কমিশনের নতুন কমিশনার হয়েছেন সাবেক সচিব ড. আবদুল মালেক। তথ্য অধিকার আইন অনুযায়ী- রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।
প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
আবদুল মালেক বর্তমানে তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।