অন্তর্বর্তী সরকারের ২য় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৪ পিএম, ৭ই আগস্ট ২০২৫


অন্তর্বর্তী সরকারের ২য় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফাইল ছবি।

অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে আজ থেকে—এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই অধ্যায়ের প্রধান ও প্রথম কাজ হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজন করা।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এ কথা জানান।



দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক ছিল এটি। সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয় বৈঠকটি; শেষ হয় দুপুরে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।


প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, গত ৫ আগস্ট আমাদের সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই পর্যায়ে আমাদের মূল ফোকাস নির্বাচন আয়োজন।


তিনি আরও জানান, নির্বাচন রমজান শুরুর আগেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।



নির্বাচন ঘিরে প্রশাসনিক এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রস্তুতির কথাও উঠে এসেছে বৈঠকে। শফিকুল আলম বলেন, আনসার, পুলিশ এবং সেনাবাহিনী কতটা বেশি নিয়োজিত করা যায়, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আগে ৮ লাখ সদস্যের কথা বলা হলেও এখন সংখ্যাটি আরও বাড়িয়ে ৮.৫ লাখ বা তারও বেশি করার চিন্তা হচ্ছে।


আজকের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়েছে কিনা- জানতে চাইলে প্রেস সচিব বলেন, নির্বাচনের তারিখের বিষয়টা নির্বাচন কমিশন দেখেন। তবে যে টাইমলাইন অন্তর্বর্তী সরকার দিয়েছেন, এখন সেটা বিবেচনা করে নির্বাচন কমিশন ডেট জানাবেন। এটা ওনাদেন দায়িত্ব, তারাই আপনাদের জানাবেন।



নির্বাচনের বিতর্ক এড়াতে এসপি ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ হবে। সেক্ষেত্রে ডিসি নিয়োগে বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কথাবার্তা হচ্ছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অতি শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আর এ বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে সবার মূল ফোকাস হচ্ছে কিভাবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করা যায়। এটাই আমাদের প্রধান দায়িত্ব।  



আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বা এ ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে হবে। সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে; যত দিন না পর্যন্ত তাদের লিডারদের ট্রায়ালটা শেষ হচ্ছে।


রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ আস্থা তৈরি হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টার রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেটা মোটামুটি সব রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছেন। তাদের সঙ্গে তো এর আগে অনেক দফা আলোচনা হয়ছে, সামনে আরও আলোচনা হবে। তাদের সঙ্গে আমাদের ডায়লগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা নির্বাচন হবে। 


নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমি মনে করি ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেটা ফেয়ার হবে এবং উৎসবমুখর হবে। আমরা সবাই আনন্দের সঙ্গে ভোট দেবো। এতে কারো কোনো অভিযোগ থাকবে না।


এসডি/