ঈদে বন্ধ থাকতে পারে রেলের টিকিট কাউন্টার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩১ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
ঈদের ছুটিতে ভোগান্তির কথা মাথায় রেখে রেলের সব টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাবনা দেওয়া হয়েছে। অর্থাৎ কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে ঈদের টিকিট বিক্রি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনলাইনে সকল টিকিট বিক্রির প্রস্তাবনা আসে।
তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আগামীকাল (২২ মার্চ) সংবাদ সম্মেলন থেকে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন।
রেলওয়ে বলছে, আসন্ন ঈদ যাত্রায় ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর আগামী ১৫ এপ্রিল থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।
এদিকে রেলের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী জানান, শুধু ঈদের পাঁচ দিনের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কাল সকালে আরো একবার বসা হবে।