মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩


মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেটের পেছনে হৃদয় নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 


মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 


গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


গুরুতর আহত হৃদয় বলেন, মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য গতিরোধ করে রায়েরবাজারের কিশোর গাং লিডার ডাইল্যা হৃদয়ের লোকজন। পরে আমি মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ৪-৫ জন আমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। 


তিনি আরও বলেন, আমি সবাইকে চিনতে পেরেছি কিন্তু নাম মনে নেই। আমি মনে হয় বাঁচব না, আমার অবস্থা অনেক খারাপ।


মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। ঢাকা মেডিকেলে একটি টিম গেছে। কী কারণে ওই যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে তার কারণ জানা যায়নি।