জাতীয় পুতুলনাট্য উৎসব উদযাপিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৩ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩


জাতীয় পুতুলনাট্য উৎসব উদযাপিত
জাতীয় পুতুলনাট্য দিবসে গুণীজনদের সম্মাননা

বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর মধ্যে ছিলো বিশ্ব পুতুলনাট্য দিবস নিয়ে আলোচনা, গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা প্রদান এবং পুতুলনাট্য প্রদর্শনী। 


মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত ছিলো স্কুল পর্যায়ে পুতুলনাট্য প্রদর্শনী। পরে শিশুদের নিয়ে বিকালে একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হয় পুতুলনাট্য কর্মশালা। কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইফুল ইসলাম জর্নাল। 


পরে বিকাল ৪ টা ৩০ মিনিটে একাডেমির নাট্যশালার সিঁড়িতে জলপুতুল পাপেটস ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশন করেন পুতুলনাট্য প্রদর্শনী। বিকাল সাড়ে ৫ টায় বের করা শোভাযাত্রা। 


সন্ধ্যা সাড়ে ৬ টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় মুল আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মো. সালাহউদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। 


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সবশেষে অনুষ্ঠানের সভাপতি একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্বের পর গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।