‘এক সমুদ্র ভালোবাসা’ চলচ্চিত্রে গাইলেন সাগর
সাইফুল বারী
প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৩
বর্তমান সময়ের ব্যস্ত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এস কে সাগর শান। সম্প্রতি ‘তুই ছাড়া বল কে আছে আর, এতো ভালোবাসবে আমায়’ শিরোনামে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
তার সঙ্গে গেয়েছেন কণ্ঠশল্পী সায়েরা রেজা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন এস কে সাগর শান নিজেই।
মঙ্গলবার (২০ মার্চ ) রাজধানীর নিকেতনের এস কে স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, হুরে জান্নাত ও ফরহাদ হোসেন মজুমদার প্রযোজিত, আবুল হোসেন মজুমদারের কাহিনী, সাজ্জাদুর রহমান বাদল পরিচালিত ‘এক সমুদ্র ভালোবাসা’ সিনেমায় গানটি ব্যবহার করা হবে।
গান প্রসঙ্গে সাগর বলেন, আমার পছন্দের একটি রোমান্টিক গান এটি। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। গানটি সবার কাছেই ভালো লাগবে বলে আশা করি।