একদিনে স্থায়ী ঠিকানা পেল ৪০ হাজার মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৩


একদিনে স্থায়ী ঠিকানা পেল ৪০ হাজার মানুষ
ফাইল ছবি

রোজার আগে প্রায় ৪০ হাজার মানুষ পেলও তাদের স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ৩৯ হাজার ৩৬৫টি জমিসহ ঘর পেয়েছেন তারা।


বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারকে উপকারভোগীদের কাছে জমির কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান এবং ঘরের সনদ হস্তান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


মুজিববর্ষ উপলক্ষে সরকারের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা দুই লাখ ৫৯ হাজার ২৩৭টি।