ঈদে ট্রেনের আগাম টিকেট শতভাগ অনলাইনে: রেলমন্ত্রী

টিকেট এখন থেকে দশদিন আগে কাটা যাবে অনলাইন ও কাউন্টারে এক্ষেত্রে কোন কোটা থাকবে না এই সিদ্ধান্ত ২ এপ্রিল থেকে কার্যকর হবে
বিজ্ঞাপন
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী সাত এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। ৩০ এপ্রিল পর্যন্ত আগাম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত।
বুধবার (২২ মার্চ) রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা জানান।
বিজ্ঞাপন
মন্ত্রী সুজন বলেন, ভোগান্তি থেকে মুক্তি দেবার জন্যই ঈদযাত্রার ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ১৭-৩০ এপ্রিল ছাড়া অন্যান্য দিনের টিকেট এখন থেকে দশদিন আগে কাটা যাবে অনলাইন ও কাউন্টারে। এক্ষেত্রে কোন কোটা থাকবে না। এই সিদ্ধান্ত ২ এপ্রিল থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
এসময় ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে বলেও জানান রেলমন্ত্রী।








