মধ্যরাতে দেশে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


মধ্যরাতে দেশে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। ফাইল ছবি

বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দেশে এসেছেন।


মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন বলে জানা গেছে।


জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় আসেন। কয়েকদিন গুলশানের বাসা ফিরোজায় শাশুড়ির সাথে থাকবেন তিনি।


উল্লেখ্য, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। তার কিছু দিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন এবং মায়ের সাথে অবস্থান করেন।