জন্মদিনে ছেলেকে যা উপহার দিলেন শাকিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩
সময়টা ভালো যাচ্ছে না ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের। বিতর্ক-সমালোচনার মাঝে দ্বিতীয় সংসারের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে পারিবারিক আয়োজনে সেটা পালন করা হয়েছে।
ছেলের জন্মদিন উপলক্ষ একটি লাল গাড়ি উপহার দিয়েছেন এই অভিনেতা। সেই সঙ্গে নিজেদের সামাজিমাধ্যমে বীরকে শুভেচ্ছাও জানিয়েছেন শাকিব-বুবলী।
এদিন, শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাঁটা হয়। সেখানে বীরকে নিয়ে উপস্থিত হয়ে শাকিবের পরিবারের সঙ্গে ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপন করেন বুবলী।
সেসব ছবি ফেসবুকে দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’। আর জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়ি উপহারও দিয়েছেন শাকিব খান। তবে গাড়িটি চলবে না রাস্তায়, এটি বাচ্চাদের।
বুবলীর ওই পোস্টের নিচে বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেক নেটিজেনই এই জুটির প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন।