কবিরের পরিচালনায় অধরা বৃষ্টির ‘রঙ্গিলা বন্ধুয়া’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


কবিরের পরিচালনায় অধরা বৃষ্টির ‘রঙ্গিলা বন্ধুয়া’
এসএম আল আমিন কবির - অধরা বৃষ্টি

বর্তমান সময়ের ব্যস্ত নির্মাতা এসএম আল আমিন কবির। ঈদকে সামনে রেখে ‘রঙ্গিলা বন্ধুয়া’ শিরনামে নতুন একটি গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। 


গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অধরা বৃষ্টি। গীতিকবি সাইফুল বারী’র গীতিকথায় সুর ও সংগীতায়োজন করেছে শাহজালাল শান্ত।


গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হচ্ছে বলে জানান এ নির্মাতা। তিনি বলেন, গানটি অনেক সুন্দর হয়েছে। গানের সঙ্গে মিল রেখে একটি ভিডিও নির্মাণ করছি।


অধার বৃষ্টি বলেন, খুবই সুন্দর একটি গান। এটি গাইতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।