আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে দুই নতুন মুখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নতুন করে ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলি অনিক। তবে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ থেকেও আফিফ হোসেন ধ্রুব বাদ পড়েছেন। আর এই টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে নতুন করে বাদ পড়েছেন উইকেট-কিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
অপরদিকে, সবশেষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও আইরিশদের বিপক্ষে ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এরপরই সাগরিকায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মার্চ। আর একই মাঠে বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।