এমবাপ্পের চোখে প্রিমিয়ার লিগে জিতবে যে দল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:১৪ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


এমবাপ্পের চোখে প্রিমিয়ার লিগে জিতবে যে দল
ছবি:সংগৃহীত

ফরাসি স্টার কিলিয়ান এমবাপ্পে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা দল হিসেবে লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির নাম বলেছেন। 


জার্মান পত্রিকা বিল্ড-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি লিভারপুলের দুর্দান্ত শুরুকে প্রশংসা করেছেন এবং আর্সেনালের মূল খেলোয়াড়দের দীর্ঘদিন একসাথে খেলার অভিজ্ঞতাকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন।


আরও পড়ুন: এনসিএল টি-টোয়েন্টিতে ৮ দলের অধিনায়কত্বে যারা


ফেভারিট সম্পর্কে প্রশ্ন করা হলে এমবাপ্পে বলেন, "কঠিন প্রশ্ন। হয়তো আর্সেনাল হতে পারে এটাই তাদের বছর।" এছাড়া তিনি ম্যানচেস্টার সিটি ও লিভারপুলকেও শিরোপার দাবিদার হিসেবে উল্লেখ করেছেন।


এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ নিয়েও মন্তব্য করে জানিয়েছেন, ইউরোপে অনেক ভালো দল আছে এবং নতুন ফরম্যাটে প্রতিযোগিতা আরও জমজমাট হবে।


আরএক্স/