স্পেনে বিক্ষোভের প্রভাবে জার্সি থেকে ‘ইসরায়েল’ নাম সরাল সাইক্লিং দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:১৩ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

স্পেনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের কারণে লা ভুয়েল্তা সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েলি প্রিমিয়ার টেক দল তাদের জার্সি থেকে ‘ইসরায়েল’ শব্দ সরিয়ে দিয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি দেখিয়ে দলটি জানিয়েছে, প্রতিযোগিতার বাকি সময়ে জার্সিতে দেশের নাম থাকবে না।
বিক্ষোভের কারণে বুধবার বিলবাওয়েতে ধাপ শেষ করতে বাধ্য হন সাইক্লিস্টরা এবং শুক্রবার আস্তুরিয়াসে পুলিশ লাঠিচার্জ করে প্রতিবাদকারীদের সরাতে হয়। দলটি জানিয়েছে, এখন তাদের জার্সি, গাড়ি ও অন্যান্য পোশাকে ‘ইসরায়েল’ শব্দ থাকবে না।
আরও পড়ুন: এনসিএল টি-টোয়েন্টিতে ৮ দলের অধিনায়কত্বে যারা
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি দলকে প্রতিযোগিতা থেকে বহিষ্কারের পক্ষে এবং বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
প্রতিযোগিতা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং মাদ্রিদে শেষ হবে। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে ফিলিস্তিনি পতাকা ও যুদ্ধবিরোধী স্লোগান দেখা গেছে।
আরও পড়ুন: আগামীকাল এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ দল
ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৬৪,৪০০ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে, যা ক্রীড়াঙ্গনে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে সমালোচনা বাড়িয়েছে।
আরএক্স/