সবাইকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রোনালদো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১০ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


সবাইকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রোনালদো
ছবি: সংগৃহীত

বয়স যেন থামায়নি ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুইজনই এখনও আন্তর্জাতিক মঞ্চে দাপট দেখাচ্ছেন।


দুই দিন আগে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। ঠিক একই সময়ে রোনালদোও পর্তুগালের হয়ে জোড়া গোল করে ইতিহাসের দিকে এগোচ্ছেন।


আরও পড়ুন: আগামীকাল এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ দল


শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় তুলে নেয় পর্তুগাল। রোনালদো ও জোয়াও ফেলিক্স দুটি করে গোল করেন, আর জোয়াও কান্সেলোও একটি গোল যোগ করেন। এর ফলে রোনালদোর বিশ্বকাপ বাছাইয়ে গোল সংখ্যা দাঁড়ালো ৩৮, যা মেসির উপরে।


ম্যাচের ২১ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে লাফ দিয়ে গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শট দিয়ে আরও একটি গোল করেন। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০।


আরও পড়ুন: বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন


বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো দ্বিতীয় স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন গুয়াতেমালার কার্লোস রুইজ, যিনি ৪৭ ম্যাচে ৩৯ গোল করেছেন। মেসি ৭২ ম্যাচে ৩৬ গোল করে অবস্থান করেছেন তৃতীয় স্থানে। আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে উঠেছে, আর মেসি পরবর্তী বাছাই ম্যাচে খেলবেন না।


বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা (প্রধানরা)

  • কার্লোস রুইজ (গুয়াতেমালা): ৪৭ ম্যাচ – ৩৯ গোল
  • ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল): ৪৮ ম্যাচ – ৩৮ গোল
  • লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৭২ ম্যাচ – ৩৬ গোল
  • আলি দায়েই (ইরান): ৫১ ম্যাচ – ৩৫ গোল
  • রবার্ট লেভান্ডফস্কি (পোল্যান্ড): ৪০ ম্যাচ – ৩১ গোল
  • লুইস সুয়ারেজ (উরুগুয়ে): ৬৪ ম্যাচ – ২৯ গোল


পর্তুগাল ‘এফ’ গ্রুপে আর্মেনিয়া, আয়ারল্যান্ড ও হাঙ্গেরির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি দল হোম-অ্যাওয়ে পদ্ধতিতে দুইবার মুখোমুখি হবে। গ্রুপ থেকে সরাসরি ১২ দল বিশ্বকাপে উঠবে, বাকি ১২ রানার্সআপ প্লে-অফে অংশ নেবে।


আরএক্স/