ইন্টারপোলের রেড নোটিশে নাম নেই আরাভ খানের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৯ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩
ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় ৬২ বাংলাদেশির নাম রয়েছে। তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের অপরাধের ধরন, ঠিকানা, বয়স ও ছবি দেয়া আছে। তবে সেখানে পুলিশ পরিদর্শক খুনের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম নেই।
বুধবার (২২ মার্চ) পর্যন্ত সংস্থাটির ওয়েবসাইটে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির কোনো তথ্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটে দেখা গেছে, ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় ৬২ বাংলাদেশির নাম রয়েছে। তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের অপরাধের ধরণ, ঠিকানা, বয়স ও ছবি দেয়া আছে। তবে সেখানে সম্প্রতি আলোচনায় আসা পুলিশ পরিদর্শক খুনের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম নেই।
আরাভ খান প্রসঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল করেছে।’
ডিবির একটি সূত্র বলছে, হত্যা মামলা মাথায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে দুবাইয়ে পাড়ি জমানো আরাভ এখন কোটি কোটি টাকার মালিক। বিপুল অর্থ বিনিয়োগ করে দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি গোল্ড শোরুমের সম্প্রতি উদ্বোধন করেছেন তিনি।