ডিরেক্টরস গিল্ড'র নতুন কমিটির শপথ গ্রহণ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:৫১ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


ডিরেক্টরস গিল্ড'র নতুন কমিটির শপথ গ্রহণ
শপথ নিলেম ডিরেক্টরস গিল্ড'র নতুন কমিটি

শপথ গ্রহণ করেছেন  টিভি নাটক নির্মাতাদের ‘ডিরেক্টরস গিল্ড’ সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ করেন তারা।


এর আগে শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়।


এ বছরের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক পদ হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। এ ছাড়া সহসভাপতি হয়েছেন কায়সার আহমেদ, মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ খান ও রাশেদা আক্তার লাজুক।


সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রশিক্ষণ ও আর্কাইভ-বিষয়ক সম্পাদক শুভ্র খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।


নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন , এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।