কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১০ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ছবি

স্বামীর সঙ্গে ঝগড়া করে রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় মুনা (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।


বুধবার (২২ মার্চ) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকমর্গে পাঠিয়েছে পুলিশ।


নিহতের মুনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।


কামরাঙ্গীরচর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে নুরবাগ মেরিস্টোপ গলির হাজী হোসেনের বাড়ির সপ্তম তলায় গৃহবধূকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।


তিনি আরও জানান, মুনার বিয়ে হয়েছে এক বছর হলো। রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। পরে তার স্বামী ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে।