সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ ক্রিকেট দল

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিয়েছিল। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। 


বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।


এর বুধবার (২২ মার্চ)দলীয় অনুশীলন করেছেন টাইগাররা। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক।


তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। এছাড়া বোলিং অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত। 


শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 


তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।