চালু হলো বিমানের ই-মেইল সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


চালু হলো বিমানের ই-মেইল সার্ভিস
ফাইল ছবি

এবার বিকল্প উপায়ে ই-মেইল সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি বিমানের অপারেশনাল কার্যক্রম সম্পর্কিত সেবা।


বৃহস্পতিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।


এদিকে সাময়িকভাবে বিমানের ই-মেইল সার্ভার বন্ধের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গে সন্দেহভাজন সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয় এবং ই-মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।