দাম বেশি নিলে দোকান বন্ধ: মেয়র আতিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


দাম বেশি নিলে দোকান বন্ধ: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিসপ্লেতে প্রদর্শিত নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দাম নিলে দোকান বন্ধ করে দেবো। কেউ ছাড় পাবেন না।


বুধবার (২৩ মার্চ) মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে এসে এসব কথা বলেন মেয়র।


প্রথমে মেয়র দুটি মুদি পণ্যের দোকানে ঢোকেন, পরে একটি চালের দোকানে যান, সেখানে মূল্য তালিকা অনুযায়ী দোকানে পণ্যের দরদাম পরীক্ষা করেন। 


মেয়র বলেন, আমরা ১১টি বাজার মনিটরিং কমিটি করে দিয়েছি। এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলররা মাঠে থাকবেন। কেউ বেশিমূল্য নিচ্ছে কি না তা জানতে আমরা মনিটরিং করবো পুরো রমজান মাস। 


তিনি বলেন, আপনারা কেউ বেশি মূল্য নিয়েছেন এমন অভিযোগ যদি কেউ জানায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের দোকান বন্ধ করে দেবো। আমরা কাউকে কোনো ছাড় দেবো না। অন্যান্য দেশে রমজান বা অন্য কোনো উৎসব এলে ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য ছাড় দেয়।


তিনি আরও বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের অবগতির জন্য ডিএনসিসির ১১টি মার্কেটে মূল্য তালিকাসহ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্যতালিকা টানিয়ে রাখাতে হবে। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।