সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান
শাকিব খান

প্রযোজক রহমত উল্লাহের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। 


বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে  মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।


সমসাময়িক ঘটনা নিয়ে ২/১ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন বলে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


শাকিব খান বলেন, একটা মামলা দায়ের করেছি। এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে ২/১ দিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করবো আপনাদের সাথে। সেখানেই আলাপ করবো।


তিনি আরও বলেন, আদালত সমস্ত কিছু দেখেছেন, আমলে নিয়েছেন। আমরা সবাই খুব আনন্দিত, খুশি।