স্ত্রী নির্যাতনে এসআই’র বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
খুলনায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। অভিযুক্ত সোবহান মোল্যা খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এসআই হিসেবে কর্মরত।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্ত ওই এসআই’র স্ত্রী ফারজানা বিনতে ফাকের জানান, সোবহান মোল্যার পূর্বে স্ত্রী ও সন্তান আছে, এমন তথ্য গোপন করে ২০২০ সালে তাকে বিয়ে করেন। বলেন, এরপর নানা ছুতোয় শুরু হয় যৌতুক গ্রহণ। তিন দফায় সোবহান মোল্যা ২০ লাখ টাকা নেয়ার পরও চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন।
সোবহান মোল্যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং যৌতুকের দাবিতে মহানগর হাকিমের আমলী আদালতে দুইটি মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কিন্তু তিনি পুলিশ বাহিনীর সদস্য হওয়ায় মমলার তদন্ত প্রতিবেদন তৈরীতে প্রভাবিত করেছে বলেও অভিযোগ করেন তার স্ত্রী।
এসএ/