শাহরুখের প্রশংসা করে তোপের পাকিস্তানের মাহিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৯ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩
শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউডে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন মাহিরা। শাহরুখের প্রশংসা করায় নিজের দেশেই তোপের মুখে পড়তে হল এ অভিনেত্রীকে।
মাহিরা খান বলেন, ‘শাহরুখ খান আমার নায়ক ছিলেন। আমি তার প্রেমে পড়েছিলাম এবং তার সঙ্গে কাজ করার কথা ভাবতাম। এটি আমার স্বপ্ন ছিল। কিন্তু এটা জানতাম না, এই স্বপ্ন একদিন পূরণ হবে।’
তিনি আরও বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখি তখন অনেকে আমার নাক সার্জারি করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি ‘না’ বলেছি। এক সময় নাক সার্জারি করার বিষয়ে সিরিয়াস হয়ে পড়ি। ওই সময়ে একটি দৃশ্যের শুটিং করছিলাম। তখন শাহরুখ খান বলেন, দেখো এটি নাকের যুদ্ধ।’’ বলেন মাহিরা খান।
মাহিরার এসব বক্তব্য প্রকাশ্যে আসার পর দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) এক নেতা ড. আফনান উল্লাহ খান মাহিরাকে কটাক্ষ করেছেন। টুইটারে লেখেন, ‘মাহিরা খানের মানসিক সমস্যা রয়েছে। তার লজ্জা নেই। মাহিরার চরিত্র নিয়ে একটি বই লেখা যাবে। টাকার জন্য তিনি ভারতীয় অভিনেতাদের প্রশংসায় ভাসিয়ে দিতে পারেন।’
এসব খবর সামাজিকমাধ্যমকে ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন মাহিরা। যদিও এ ঘটনার পর নিরবতা ভাঙেনি মাহিরা।