সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ১০২


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:০৯ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ১০২
বাংলাদেশ ক্রিকেট দল

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তরুণ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের দাপটে অল্প রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।


বৃহস্পতিবার (২৩ মার্চ)  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশের সামনে ১০২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড


 টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এরপর এবাদত-তাসকিনও তাদের চেপে ধরেন।


বাংলাদেশের পেস ব্যাটারির দাপুটে আক্রমণে ১০১ রানেই সিলেটে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। টাইগারদের হয়ে ৫ উইকেট নিয়েছেন হাসান আর তাসকিনের শিকার ৩। আর এবাদত হোসেন ঝুলিতে পুরেছেন ২টি উইকেট।


সিলেটে এদিন  ছিল পেসারদের দিন। এই দিনে আইরিশদের সবক’টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। যদিও বল হাতে নাসুম আহমেদ ও মেহেদী মিরাজও ছিলেন বেশ কিপ্টে।


আর পঞ্চাশ ওভারের খেলায় আয়ারল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ২৮.১ ওভার।