বিএসএমএমতে আউটকাম বেইজড এডুকেন এবং রিসার্চ প্রটোকল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) -এর উদ্যোগে ‘চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস অফ আউটকাম বেইজড এডুকেন এ্যান্ড ডিসেমিনেশন অফ ইউজিসি এ্যাপ্রুভড রিসার্চ প্রটোকল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহিস্পতিবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিল্টন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের উচ্চতর মেডিক্যাল শিক্ষাদানের প্রধান প্রতিষ্ঠান। বিশ্বমানের ও সর্বাধুনিক উন্নততর গুণগত সম্পন্ন মেডিক্যাল শিক্ষাকে এগিয়ে নিতে হবে। রেসিডেন্টদের প্রাকটিক্যালি আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জমান খান, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডিন অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, ডিন অধ্যাপক ডা. দেবতোষ চন্দ্র পাল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি -এর অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী এবং কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ।
আইকিউএসি -এর অতিরিক্ত পরিচালক ডা. তারেক রেজা আলীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ আলম।