গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৬ পূর্বাহ্ন, ২৪শে মার্চ ২০২৩


গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের ওয়েলকাম পরিবহনের বাসের ধাক্কায় আব্দুল জব্বার নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পল্টন থানার এএসআই খন্দকার দেলোয়ার হোসেন বলেন, আমরা পল্টন এলাকায় ডিউটিতে ছিলাম। এ সময় খবর আসে বাসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।


তিনি আরও বলেন, বৃদ্ধের কাছে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনদের কল দিয়ে নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।