রোজার প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ এএম, ২৫শে মার্চ ২০২৩

রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন। রাজধানী অন্যতম বড় জুমা জামাতটি অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররম মসজিদে।
শুধু বায়তুল মোকাররম নয়, রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদে-মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে অনেক মুসল্লিকে।
পুরান ঢাকার শাহী মসজিদে গিয়ে দেখা গেছে, সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মুসল্লিরা বাইরে নামাজ আদায় করেন।