জমজমাট চকবাজারের ইফতার বাজার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
আবারও চিরচেনা সেই রূপে ফিরে এসেছে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। ক্রেতা বিক্রেতাদের হাক-ডাকে ইতমধ্যে মুখরিত হয়ে উঠেছে চকবাজারের ইফতার বাজার।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে চকবাজারের ইফতার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
পুরান ঢাকার চকবাজার জামে মসজিদের সামনের সড়কের ভরে উঠেছে হরেক রকমের খাবারের পসরা। বড় বাপের পোলা খায়, কাবাব, কোফতা, রোস্ট, পরোটা, তন্দুরি, ফুলুরি, পেঁয়াজু, বেগুনি, হালুয়া, শরবতের মতো শত পদের খাবার।
রমজানের প্রথম দিনে জমে উঠেছে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। জুমার নামাজের পর থেকে জমজমাট হয়ে উঠেছে ঐতিহ্যবাহী ইফতারের এ বাজার।
চকবাজার ঘুরে দেখা যায়, প্রচলিত সব ইফতারের পাশাপাশি নানা স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাহারি এসব ইফতারির স্বাদ নিতে দুপুরেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মিরপুর থেকে এসেছেন শফিকুল ইসলাম তিনি বলেন, প্রতি বছর প্রথম রোজায় এখানে আসি বড় বাপের পোলায় খায়সহ অন্যান্য ইফতারি কিনতে। বড় বাপের পোলায় খায়, পেস্তা শরবত, দইবড়া, জিলাপিসহ বেশ কিছু আইটেম কিনেছি। চকবাজারের এ ইফতারির স্বাদ আর কোথাও পাওয়া যাবে না। সুযোগ থাকলে প্রতিদিন আসতাম।
বিক্রেতারা বলেন, রোজা উপলক্ষে এই যে দূর-দূরান্ত থেকে মানুষ আসছে ইফতারি কিনতে, এটা তো ঐতিহ্যবাহী। এটা সবাই খেতে চান। আমাদের কাছে অনেক ধরনের ইফতারি আছে। এখন পর্যন্ত বিক্রি করে কুলাতে পারছি না। এই ভিড় আরও বাড়বে।
বাজার ঘুরে দেখা গেছে, জিলাপি কালাই আইটেম ২৪০ টাকা, আটার জিলাপি ২০০ টাকা, বড় সাইজের জিলাপি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জালি কাবাব প্রতি পিস ৫০ টাকা, সাসলিক ৫০ টাকা, টিকা কাবাব ৫০ টাকা, কোয়েল পাখির রোস্ট ৭৫ থেকে ১০০ টাকা, চিকেন রোল ৬০ টাকা, আস্ত মুরগি ৩৫০ টাকা, পনির ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও পানীয় আইটেমের মধ্যে পেস্তা শরবত ২০০ টাকা লিটার, মাঠা ৮০ টাকা লিটার, বোরহানি ১২০ টাকা লিটার, ফালুদা বড় বাটি ২০০ টাকা, ফালুদা ছোট বাটি ১০০ টাকা, দইবড়া বড় বক্স ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।