ইফতার বিক্রি করছেন মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:১১ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
রাজনীতির পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশেই স্বামী রাকিব সরকারের সঙ্গে একটি রেস্তোরাঁ চালু করেছেন মাহি। নাম দিয়েছেন ‘ফারিশতা’।
রমজানে ইফতার বিক্রি করছে রেস্তোরাঁটি। প্রতিষ্ঠানের ইফতার বিক্রি করতে নিজেই ফেসবুকে লাইভ করলেন। লাইভে ইফতার কেনার আহ্বান জানিয়ে রেস্তোরাঁর বাইরের ইফতার বুথ থেকে ইফতারের বিভিন্ন আইটেম ঘুরে ঘুরে দেখান নায়িকা। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর সদস্যরা।
শুক্রবার (২৪ মার্চ) ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমাদের ফারিশতা থেকে ইফতারের আয়োজন করা হয়েছে।’
এর আগে গত শনিবার মক্কা থেকে ঢাকা বিমানবন্দরে নেমেই গ্রেফতার হন চিত্রনায়িকা মাহি। ৪ ঘণ্টা পর জামিনে বেরিয়ে আসেন।