মধ্য ও নিম্নবিত্তের ইফতারের ভরসা ফুটপাত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০০ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩


মধ্য ও নিম্নবিত্তের ইফতারের ভরসা ফুটপাত
ছবি: সংগৃহীত

রমজানের প্রথম দিন রাজধানীর অলিগলিতে বসেছে ইফতারের দোকান। এসব দোকানে প্রায় ১০ ধরনের ইফতারের পদ পাওয়া যায়। এখানে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা দামের ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে।


এদিকে এসব দোকানে ক্রেতা বেশিরভাগই নিম্ন ও মধ্য আয়ের মানুষ।


সরেজমিন রাজধানীর কামরাঙ্গীরচর ঘুরে দেখা যায়, প্রতিটি অলিগলিতে ইফতারের দোকান বসেছে। ছোট ছোট হোটেলে হরেক রকমের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।


এসব দোকানে বেগুনি প্রতি পিস ৫ টাকা, পেঁয়াজু ৫ টাকা, আলুর চপ ৫ টাকা, ছোলা ১০ টাকা প্যাকেট, বুন্দিয়া ১০ টাকা ও  জিলাপি ২০০-৩০০ টাকা কেজিতে বিক্রি হয়। 


ইফতার বিক্রেতা সাব্বির জানান, ইফতার সামগ্রী তৈরির সব পণ্যের দাম বেড়েছে, এই দামে বিক্রি করে আমাদের পোষায় না। আবার বেশি দামেও কাস্টমার পাওয়া যায় না।


ইফতার কিনতে আসা ক্রেতা ফজল জানান, বাসায় আমার স্ত্রী ও মেয়ে আছে। তারাও রোজা রেখেছে। মুড়ি, বুট (ছোলা) আর একটা আনারস নিয়ে যাব।