সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৫৯ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩


সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এমন একটা কথা বেশ প্রচলিত। ক্রিকেটে সাকিব আল হাসান মাঠে যেমন দুর্দান্ত তেমনি মাঠের বাইরেও। খেলাধুলার পাশাপাশি মানুষের জন্য কাজ করারও বেশ সুনাম আছে এই অলরাউন্ডারের। নিজের ৩৬ তম জন্মদিনে এবার আরো বড় এক উদ্যোগ নিলেন সাকিব।


শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আত্মপ্রকাশ করলো 'সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন' এর।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের লোগো উন্মোচন করেন।


লোগো উন্মোচন শেষে পাপন বলেন, সাকিব আল হাসান নামই একটা প্রচার। সাকিব যে মহৎ কাজ হাতে নিয়েছে আমরা তার সঙ্গে আছি। সাকিবের ফাউন্ডেশনে ঔষধ দিয়ে সার্বিক সহযোগিতাও করবেন বলে জানান তিনি।


সাকিব আল হাসান বলেন, আমি অনেক জায়গায় অনেক কিছু করেছি। এইবার আমি ক্যান্সার নিয়ে কিছু করতে চাই। আমরা যদি একজন বা একশজন মানুষেরও পাশে দাড়াতে পারি এটাই আমাদের গর্ব।


তিনি আরো বলেন, আমরা একটা ক্যান্সার হাসপাতাল করতে চাই। যেখানে মানুষ স্বল্প খরচে চিকিৎসা নিয়ে হাসি মুখে বাসায় ফিরতে পারবে। আমরা আগে একটা ডায়াগনস্টিক ও করতে চাই। তার আগে চাই ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টি করতে।


এ সময় উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাসার সুমন, সাকিব আল হাসানের কোচ নাজমুল আবেদিন ফাহিম সহ অন্যান্যরা।


ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়। সময় মত চিকিৎসা করে মিলে সুস্থতা। তবে সারাবিশ্বে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা অগণিত। বাংলাদেশেও কম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লক্ষ কিংবা কোটি টাকা। সে চিন্তা থেকেই সাকিব শুরু করলেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন।


এর আগে ২০২০ সালে করোনা মহামারীতে নিজের নামে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। হেলথ কার্ডের ও ব্যবস্থা করেছেন যার মাধ্যমে সাধারণ মানুষ পাচ্ছেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা।