প্রথম রোজায় তীব্র গ্যাস সংকট রাজধানীতে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:৩৮ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দিনভর সিয়াম সাধনা শেষে ইফতারের মাধ্যমে প্রথম রোজা পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিন্তু গ্যাস সংকটের কারণে রাজধানীর অনেক অঞ্চলেই জ্বলেনি চুলা। ফলে তৈরি করা যায়নি ইফতার সামগ্রী।
শুক্রবার (২৪ মার্চ) ছুটির দিনে তীব্র গ্যাস সংকটে ছিলো নিউমার্কেট ও আজিমপুর অঞ্চলে।
নিউমার্কেট এলাকার বাসিন্দা শাহনাজ বেগম বলেন, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস ছিল। এরপরেই গ্যাস সরবরাহ কমে যায়।
আজিমপুর এলাকার বাসিন্দা পারভীন আক্তার বলেন, আজ সকাল থেকেই গ্যাস ছিল না। তাই রান্নাবান্নাও করা যাচ্ছিল না। যখন দেখলাম বিকেলেও গ্যাস নেই, তখন দোকান থেকে ইফতার সামগ্রী কিনে আনতে হলো।
তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া বলেন, আজ চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম ছিল। প্রথম রমজানে গ্যাসের চাহিদা বেশি থাকায় বিভিন্ন স্থানে সরবরাহে কিছুটা ঘাটতি হয়েছে।