যে কারণে পাকিস্তান ছেড়ে ভারতে এসেছেন আদনান সামি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৩


যে কারণে পাকিস্তান ছেড়ে ভারতে এসেছেন আদনান সামি
আদনান সামি

বর্তমানে ভারতের নাগরিক জনপ্রিয় গায়ক আদনান সামি। তিনি এবার মুখ খুললেন পাকিস্তান ছেড়ে ভারতে আসার প্রশ্নে। বলা হয়, পাকিস্তানে অর্থ কম, সে কারণেই কি বেশি টাকা কামাতে ভারতে পালিয়ে এসেছিলেন আদনান সামি? 


এমন প্রশ্নের উত্তরে আদনান বলেন, পাকিস্তানে অনেকেই বলে থাকেন, ভারতে এসেছি বেশি টাকা কামাব বলে। ওখানে উপার্জনের সুযোগ অনেক বেশি। আমি তাদের বলতে চাই, আমার পরিবারকে নিয়ে আপনাদের কোনো ধারণা আছে? টাকা উপার্জন অথবা এসবের কোনো উদ্দেশ্যই আমার নেই। আমার অনেক ভাগ্য ভালো যে ধনী পরিবারে জন্মেছি।


তিনি আরও বলেন, পাকিস্তানে আমি অনেক কিছু ছেড়ে এসেছি। পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পাওয়ার ছিল, যেগুলো কিছুই নিয়ে আসতে পারিনি। টাকা আমার জীবনে ফ্যাক্টর নয়।


এখানেই শেষ নয়, দুই দেশের মানুষের মন্তব্যের জেরে বিরক্তএ গায়ক। ভারতে নানান গান গেয়েছেন তিনি। একসময় তার গলায় গান মানেই চূড়ান্ত জনপ্রিয়। শিল্পী বলেন, আমি বুঝতে পারি না কেন লোকজন এটা মেনে নিতে পারে না যে আমি ভারতকে ভালবাসি ও এখানে বাড়ির মতো অনুভূত হয়।


এক্ষেত্রে দুই দেশের শত্রুতাকে দায়ী করেছেন তিনি। আদনান বলেন, এসব রাজনৈতিক তালমেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একজন শিল্পী। একসময় রাষ্ট্রহীন ছিলাম। অনেক কিছু বলতে চেয়েও পারিনি।